Jalpaiguri: গরু চুরির দায়ে যুবককে মারধর! কোমরে দড়ি বেঁধে ঘোরাল গ্রামবাসী

রাজগঞ্জ: দিনেদুপুরে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতেনাতে ধরা পড়লো পাশের গ্রামের এক যুবক। চুরির দায়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো গোটা গ্রামে।

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজগঞ্জের খুদিভিটা গ্রামে ঘটনায় ব্যাপক শোরগোল। দীর্ঘদিন ধরে এই এলাকায় গরু চুরি হচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের।

সোমবার বিকেলে ছেলেটিকে গরু চুরি করতে দেখে তাকে হাতেনাতে পাকরাও করে বেধড়ক পেটালেন গ্রামবাসীরা। খবর পেয়ে এলাকায় ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের অভিযোগ, তাদের গ্রামে দুদিন পরপর গরু চুরি যাচ্ছিল।

সোমবার বিকেলে এলাকার এক বাসিন্দা নরেশ পাল নদীর পাড়ে গরু নিতে গিয়ে দেখেন ওই যুবক সেটিকে চুরির চেষ্টা করছে। আর তারপরেই গ্রামবাসীরা হাতেনাতে পাকড়াও করেন। ছেলেটি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে স্বীকার করে চুরির কথা।

জানা যায়, ছেলেটির নাম সিরাজ মহম্মদ। অঙ্গদগছের বাসিন্দা। প্রায়শই গ্রামে গ্রামে গরু চুরির চেষ্টা চালায় বলে অভিযোগ। এদিন ধরা পড়তেই পিটিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় গোটা এলাকায়।

খবর পেয়ে ছুটে আসে পুলিশ। বেশ কিছুক্ষণ দাত্রাপাড়া বিএসএফ ক্যাম্পে ২ বাহিনীকে এই নিয়ে আলোচনা করতে দেখা যায়। সে সময় গ্রামবাসীরা একরকম বিএসএফ ক্যাম্প ঘিরে ধরে।

তার মধ্যেই অভিযুক্তকে নিয়ে এলাকা ছাড়ে পুলিশ। রাজগঞ্জ থানার আইসিও গিয়েছিলেন ঘটনাস্থলে। তিনি জানান, অভিযুক্তের নামে এর আগেও গরু চুরির অভিযোগ জমা হয়েছে থানায়। এদিনের বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে পুরো ব্যাপারটি।

About The Author