Suvendu Adhikari: ‘সাইজ করে দেব, থাপরে লাল করে দেব’, বিধানসভায় তুলকালাম কান্ড বাধালেন শুভেন্দু’রা

রামের পতাকা লাগানোয় বিজেপি বিধায়কের পিএ-কে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, আর এই নিয়ে সোমবার বিধানসভায় তুলকালাম কান্ড! আমরা হিন্দুর বাচ্চা, সাইজ করে দেবো, কড়া ভাষায় গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। থাপরে লাল করে দেব, বললেন বিধায়ক শঙ্কর ঘোষ।

শংকর ঘোষের পিএ-র বাইকে রামের পতাকা থাকায় তাঁকে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, আর সেই নিয়ে তীব্র প্রতিবাদ!

শুভেন্দুর অভিযোগ, বিধায়কের শংকর ঘোষের পিএ বাইক নিয়ে বিধানসভা চত্বরে ঢোকার সময় তাকে আটকে দেন নিরাপত্তাকর্মী। কারণ বাইকে শ্রীরামের গেরুয়া পতাকা ছিল, আর তাই নিয়ে নাকি ভেতরে ঢোকা যাবে না। বিষয়টি জানতে পেরেই তুলকালাম কাণ্ড বাধান শুভেন্দু। তিনি বলেন, যে আটকেছে, তার নামটা জানা হয়ে গেছে। তবে বলছি না। রাজ্যে যেন মুসলিম লীগের সরকার চলছে। তবে এটা হিন্দুস্তান। ‘আমরা হিন্দুর বাচ্চা, জয় শ্রীরামের অপমান কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এরপরই সম্মিলিত প্রতিবাদ জানান বিজেপির বিধায়কেরা।

About The Author