ফেসবুক অবতার ব্যবহার করে গানের ভিডিও ফাইভ স্ট্রিংসের

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম ফেসবুকের অবতার ব্যবহার করে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হল গানের ভিডিও। লকডাউনের অচলাবস্থার মধ্যে বাইরে শুটিং ব্যতিরেকে ঘরের মধ্যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিনব কাজ দর্শকদের জন্য উপহার দিয়েছেন জলপাইগুড়ির ফাইভ স্ট্রিংসের সদস্যেরা। মূলত লোক সংগীত নিয়েই তাঁদের কাজকর্ম। যার জনপ্রিয়তা শহর ছাড়িয়ে পৌঁছেছে রাজ্যের জেলায় জেলায়। এই ভাবনার মূলে রয়েছেন সংগীতশিল্পী বিতান সিকদার। তিনি জানান, লকডাউনের একঘেয়েমি কাটাতে এবং দর্শকদের নতুন কিছু উপহার দিতে এমন চিন্তা ভাবনা করেছিলেন তাঁরা। কদিন আগে ফেসবুক অবতার ভীষণভাবে জনবহুল হয়। তাই সেটাকে কাজে লাগিয়েই তারা এই কাজ উপহার দিলেন শহরবাসীকে। এই উপস্থাপনায় গান গেয়েছেন বিতান শিকদার। সঙ্গে গিটারে অভিষেক ও অভিরূপ দত্ত, ঋত্বিক ঘোষ, ক্যাজনে রয়েছেন অয়ন রায়। মিউজিক সানি দাস এবং অ্যানিমেশনে অভিরুপ গাঙ্গুলি এবং সহযোগিতায় ত্রিপর্ণা।