চুরি করতে এসে গণপ্রহার, উদ্ধার হল মাদকের পুরিয়া

মালদা: চুরি করতে এসে ধরা পরে এলাকাবাসীর হাতে গণপিটুনি খেল এক যুবক। মালদার হরিশচন্দ্রপুরের এক বাড়ি থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে ওই যুবক। তার কাছ থেকে ড্রাগস উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে মাদকাসক্ত এই যুবক নেশা করার জন্যই টাকা চুরি করতে এসেছিল। অভিযুক্তের নাম সাগর মন্ডল, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার গড়গড়ি এলাকায়। গৃহবধু বেবি চক্রবর্তী জানান, ঘরে ফ্রিজের ওপর ১০,০০০ টাকা রেখেছিলেন। ঘরের দরজা খোলাই ছিল। অভিযোগ সেই সময় ঘরে ঢুকে ওই টাকা চুরি করে অভিযুক্ত। ঘর থেকে বেরোনোর সময় তাকে দেখে ফেলেন ওই মহিলা। তার চেঁচামেচিতে এলাকার লোকজন এসে অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্ত যুবক সাগর মন্ডলের পকেট থেকে ড্রাগস নেওয়ার বিভিন্ন সরঞ্জাম এবং এক পুড়িয়া ড্রাগস্ উদ্ধার হয়। ড্রাগস্ কোথা থেকে এসেছে, বারবার জানতে চাওয়া হলেও উত্তর মেলেনি। ক্রুদ্ধ এলাকাবাসীর হাতে প্রহৃত হয় ওই যুবক। তারপর তাকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ এরকম বহু যুবক নেশাসক্ত হয়ে লোকের জিনিস চুরি করে নেশা করছে।