রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী খগেশ্বর রায়

রাজগঞ্জ: জল্পনার অবসান ঘটিয়ে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজগঞ্জের বর্তমান বিধায়ক খগেশ্বর রায়। আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের MLA প্রার্থী পদে কাকে দেখবে মানুষ এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। স্থানীয়দের অনেকেই তৃণমূলের নতুন মুখ হিসেবে কৃষ্ণ দাসকে নিয়ে সম্ভাবনা দেখছিলেন। যদিও জলপাইগুড়িতে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রদীপ কুমার বর্মাকে দাড় করানো হয়েছে বলে খবর। তৃণমূল প্রার্থী হিসেবে খগেশ্বর রায়ের নাম ঘোষণা হতেই খুশি তার অনুগামীরা।

বিধায়ক হিসেবে এলাকার উন্নয়নের ওপর ভরসা রেখেছেন তিনি, আগেই জানিয়েছেন খগেশ্বর রায়। এছাড়া এলাকায় দুর্নীতিমুক্ত বিধায়ক হিসাবেই পরিচিত খগেশ্বর রায়। যদিও একাধিক সময়ে বিতর্কিত খবরে উঠে এসেছেন তিনি। তবে সেগুলিকে একপাশে রেখে এইমুহুর্তে আগামী নির্বাচনই প্রধান লক্ষ্য তার।

অবশ্য বিরোধী মহলের দাবি, তৃণমূল প্রার্থী হিসেবে খগেশ্বরবাবু খুব একটা সুবিধে করতে পারবেন না। সেক্ষেত্রে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিরোধীরা সুযোগ পাবেন। অনেকেই মনে করেন কৃষ্ণ দাসের অনুগামীরা তাঁকে ক্ষমতায় ফেরাতে নারাজ। যদিও এসব সংশয়ের খোলসা হবে আগামী ২ মে। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো প্রার্থী তালিকা প্রকাশ করে বলেন, ‘বাংলার মানুষই বাংলাকে শাসন করবে।’ তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন ৫০ শতাংশ মহিলা প্রার্থী। সংখ্যালঘু প্রার্থী ৪২ জন, এসসি প্রার্থী রয়েছেন ৭৯ জন এবং এসটি প্রার্থী ১৭ জন।