শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের ১০ নম্বর গেটে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। যদিও এখনও তার পরিচয় মেলেনি। এর আগেও একাধিকবার মৃতদেহ ভেসে এসেছিল বলে জানালেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, ব্যারেজে মাঝেমধ্যেই মৃতদেহ জলে ভেসে আসছে। সকালেও একটি মৃতদেহ ভেসে আসে। খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানা পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহ পাঠানো হয়েছে।