‘ভুল করে দখল নেওয়া’ বিজেপি কর্মীর জমি-দোকান ফেরত দিল তৃণমূল

রাজগঞ্জ: বিজেপি কর্মীর বন্ধ দোকান খুলে দিলেন তৃণমূল কর্মীরা। এছাড়াও বিজেপি কর্মীর দখল করে রাখা জমি ফেরত দেওয়া হল। ভোট গণনার পর তৃণমূলের লোক ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকার এক বিজেপি কর্মীর চায়ের দোকান বন্ধ করে রাখার পাশাপাশি অন্য এক বিজেপি কর্মীর জমি দখল করে রেখেছিল বলে অভিযোগ। বুধবার তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, ফুলবাড়ি-২ অঞ্চল সভাপতি রবিউল করিম ও গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় সহ স্থানীয় তৃণমূল নেতারা ওই বিজেপি কর্মীর বন্ধ রাখা দোকান খুলে দেন এবং অন্য বিজেপি কর্মীর দখল করে রাখা জমি ফেরত দেন।

তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন, ভোট গণনার পর দলের কিছু কর্মী ভুল করে এক বিজেপি কর্মীর দোকান এবং অন্য একজনের জমি দখল করে রাখে। আজ তাদেরকে দোকান ও জমি ফেরত দেওয়া হল। তিনি বলেন, দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। এছাড়া দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে বলেছেন। তাই এই উদ্যোগ।

তিনি আরও বলেন, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা ভুল বুঝতে পারবে। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে। দোকানের মালিক হারাধন সরকার বলেন, তৃণমূলের ঝাণ্ডা লাগিয়ে আমার দোকান বন্ধ করে রেখেছিল। আজ তৃণমূলের ব্লক সভাপতি এসে দোকান খুলে দেন। জমির মালিক মহাদেব কুমার রায় বলেন, আমার প্রায় চার কাঠা জমি তৃণমূলের লোক দখল করে রেখেছিল। বিষয়টি জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ করি। আজ আমার জমি ফেরত দেওয়া হয়েছে।

About The Author