করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল বিধায়কের

কলকাতাঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল। করোনার সংক্রমণ মেলার পরই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে হাসাপাতালে মাসখানেক ভর্তি ছিলেন। মাঝে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে অবস্থা খারাপ হয়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীও পরিস্থিতির অবনতির কথা জানিয়েছিলেন। তোমোনাশের পরিবারের অন্যান্যরাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সময় মতো চিকিৎসা করে বাড়িও ফিরে যান। কিন্তু ভোটের লড়াইয়ে বিরোধীদের হেলায় হারালেও করোনা-যুদ্ধে জয়ী হয়ে পারলেন না তৃণমূলের এই বিধায়ক। প্রয়াত বিধায়ক দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তৃণমূলের হয়ে ফলতা বিধানসভা কেন্দ্রে জেতেন তিনি। তারপর থেকে টানা চারবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।