রাজগঞ্জে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৭০টি পরিবার।
রবিবার রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের বলাইগছে বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি মকবুল ইসলাম যোগ দিলেন। তাঁর সঙ্গে শাসক শিবিরে নাম লেখালেন প্রায় ১৫০ জন। দাবি করেছে শাসক শিবির। যদিও বিজেপির দাবি, এই যোগদান ভুয়ো। মানুষ তলে তলে পদ্মফুলেই ভোট দেবে।
যোগদান অনুষ্ঠানে ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, তৃণমূল নেতা লক্ষমোহন রায়, মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রার্থী উত্তর বর্মন সহ অঞ্চলের নেতাকর্মীরা। অরিন্দম ব্যানার্জি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এলাকার বিপুল সংখ্যক মানুষ আমাদের দলে এসেছেন। এদিকে, বিজেপির ব্লক সভাপতি নিতাই মণ্ডল দাবি করেন, এই যোগদান ভুয়ো।