রাজগঞ্জ: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে উল্টে গেল একটি যাত্রীবাহী বেসরকারি বাস। দুর্ঘটনার অভীঘাতে বাসের সামনের দুটি চাকা খুলে গিয়েছে। এই ঘটনায় বাসের মধ্যে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতিতে চলাচলের জন্য ঘটনাটি ঘটেছে।
বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করেন এলাকাবাসীরাই। পড়ে ঘটনাস্থলে পুলিশ আসে। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ফুলবাড়ীর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে।
শনিবার দুপুরে দুটো নাগাদ রাজগঞ্জের তালমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ধাক্কা মারে গার্ডসাইডে। সেখানে সামনের চাকা খুলে বেড়িয়ে আসে। শিলিগুড়ি থেকে কোচবিহারের দিকে যাওয়ার পথে তালমায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতিতে চলাচলের জন্য ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল বাহিনী।