তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ আজই

তৃণমূলের পয়া বার অর্থাৎ শুক্রবারই প্রার্থী ঘোষণা হতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। খবর রয়েছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সম্ভাবনা বুঝে সকলের নজর এখন কালীঘাটের মমতা বাসভবনে। ২৯৪টি আসনেই প্রার্থী ঘোষণা করবেন তিনি। প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টা আগেও এখনও পর্যন্ত তালিকাতে কার নাম থাকতে পারে সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি।

তবে নামের তালিকা প্রকাশের আগে রীতিমত টেনশনে অনেকেই! কিন্তু প্রার্থী ঘোষণার আগের সন্ধ্যায় হঠাৎ করেই কালীঘাটে সুপ্রকাশ গিরি! আচমকা কেন দলনেত্রীর কাছে তিনি প্রার্থী ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগে হাজির হলেন, তা নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷

২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের জন্য তেমনই এক শুক্রবারই বেছেছেন মমতা। দুপুরে কালীঘাটে হতে পারে সাংবাদিক বৈঠক। সেখানেই প্রার্থী তালিকা ঘোষণা করার কথা। ঘটনাচক্রে একই দিন প্রার্থী তালিকা সামনে আনতে পারে বিজেপি এবং বাম-কংগ্রেস-আইএসএফ (আব্বাস সিদ্দিকির দল) জোট। তবে ফারাক একটাই। শুক্রবার ১০০ শতাংশ আসনের প্রার্থীর নামই তৃণমূল জানিয়ে দিতে পারে। সেখানে বিজেপি ও বাম-জোট শুধুই প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে।

About The Author