জলপাইগুড়ি: প্রবল বর্ষণের জেরে ফুসছে তিস্তা নদী। জলস্তর বাড়ছে উত্তরোত্তর। জারি হয়েছে হলুদ সর্তকতা। এর মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে ভেসে আসা কাঠ সংগ্রহ করছেন স্থানীয়রা। সকাল থেকেই সেই কাঠ সংগ্রহে ভিড় করছেন প্রচুর মানুষ।
তাঁদের কয়েকজনের দাবি, প্রতিবছরই কমবেশি কাঠ ভেসে আসে তিস্তার জলে। তবে এবারে সংখ্যাটা প্রচুর বেশি। এলাকাবাসীরা সকলেই ছোট-বড় সব মাপের কাঠ সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। বেশিরভাগ মানুষ সংগৃহীত কাঠ বিক্রি করবেন জ্বালানি হিসেবে। কেউ কেউ ঘরের কাজের জন্য সেই কাঠ ব্যবহার করবেন বলে জানালেন। সোমবার জলপাইগুড়ি তিস্তা পারে ধরা পরল এই ছবি।