রাজগঞ্জ: পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার আগেই সবুজ আবিরে খেলা শুরু তৃণমূলের। রাজগঞ্জের সুখানি অঞ্চলের বাবুপাড়া ১ নং বুথে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করলেন তৃণমূলের প্রার্থী পূর্ণিমা দেবনাথ। তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থীই দিতে পারেনি বলে দাবি শাসক শিবিরের। এদিকে, সুভাষপল্লী ২ নং বুথ থেকেও বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন এলাকার প্রধান তথা এবারের প্রার্থী শম্পা দত্ত দাস।
মঙ্গলবার রাজগঞ্জ বাজারে ১ নং বুথের তৃণমূল কর্মী সমর্থকেরা এই নিয়ে একটি বিজয় মিছিল উদযাপন করেন। ব্যান্ড পার্টি বাজিয়ে কর্মী সমর্থকেরা একে অপরের গালে সবুজ আবির লাগিয়ে জয় উদযাপন করলেন। জয় পেয়ে বাবুপাড়ার এলাকাবাসীদের ধন্যবাদ জানিয়েছেন পূর্ণিমা। তাঁর স্বামী বিশ্বজিৎ দেবনাথ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছেণ এবং এলাকার মানুষের বিপুল সমর্থন দেখে বিরোধীরা মনোনয়ন জমা দেননি। বিনা প্রতিদ্বন্দিতায় জয়ের জন্য সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
ব্লক তৃণমূল সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানান, কর্মীদের আবেগের বহিঃপ্রকাশ। আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা হয়নি। মানুষের রায় তৃণমূলের পক্ষে রয়েছে। যেহেতু মানুষের বিপুল জনসমর্থন দেখে বিরোধীরা প্রার্থীই দিতে পারেনি হয়ত। তাই আর ফল ঘোষণার অপেক্ষা না করে জয়ের আনন্দে উচ্ছাস প্রকাশ দলীয় কর্মীদের।