রাজগঞ্জ: চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে রাজগঞ্জের নেহার। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় (NEET) নজরকাড়া সাফল্য পেল রাজগঞ্জের সারিয়ামের বাসিন্দা নেহা দেবনাথ। ৭২০-র মধ্যে ৬৬৫ নম্বর পেয়েছে সে। সর্বভারতীয় স্তরে সাধারণ শ্রেণীতে ২ হাজার ১৫৩ নম্বরে জায়গা পেয়েছে নেহা। তাঁর অল ইন্ডিয়া র্যাঙ্ক ৩ হাজার ৮৮৭।
রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের দুয়ারিখাড়ির বাসিন্দা অসিত দেবনাথের মেয়ে নেহা দেবনাথ বরাবরই পড়াশোনায় ভালো। যৌথ পরিবারের সবার ইচ্ছে, মেয়ে ডাক্তার হোক। সেইমত উচ্চমাধ্যমিকের পর টানা ২ বছর প্রস্তুতি নিয়ে এবারে নিট পরীক্ষায় নজরকাড়া রেজাল্ট করেছে নেহা। খুব তাড়াতাড়ি কলেজে ভর্তির কাউন্সিলিং শুরু হবে।
বাবা অসিত দেবনাথ প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরি করেন। মা পিঙ্কি দেবনাথ গৃহবধূ। পিঙ্কিদেবীর কথায়, ছোট থেকেই মেয়েকে ডাক্তার বানানোর ইচ্ছে সবার। প্রস্তুতি সেই মতই ছিল। মেয়েও সেই লক্ষ্য সামনে রেখে পড়েছে। দু’বছর প্রস্তুতি নিয়ে এবারে সাফল্য এসেছে। আমরা সবাই খুশি। নেহার এক ভাই রয়েছে। সে দশম শ্রেণীতে পড়াশোনা করছে।
যৌথ পরিবারের বাকি সদস্যরা কেউ ব্যবসা বা চাকরি করেন। কাজেই ভবিষ্যতে মেয়েকে পড়ানোর ব্যাপারে তাদের কোন অসুবিধা নেই এলাকায় সর্বভারতীয় পরীক্ষায় নজর করা ফলে গর্বিত পরিবার আগামীতে এলাকার জন্য কিছু করুক সেই ভাবনাও রয়েছে নেহার।
নেহা জানায়, পড়াশুনার পাশাপাশি গান এবং আঁকতে ভালোবাসে। বাড়ির সামনে সারিয়াম যশোধর হাইস্কুলে পড়াশুনা করেছে। তারপর জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে দুবছর পড়ে উচ্চমাধ্যমিক দিয়েছিল। তারপর থেকেই নিটের জন্য প্রস্তুত হয়েছিল। নেহার সাফল্যে খুশী পুরনো স্কুলের শিক্ষকেরাও।