ফাইল চিত্র

ফের সাফল্য ভারতীয় সেনার, নিকেশ ৩ জঙ্গি

কাশ্মীর: মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর হাতে  ৩  জঙ্গি নিকেশ হয়েছে।

এক সেনা আধিকারিক জানিয়েছেন, ‘শোপিয়ানের তুর্কওয়ানগাম এলাকায় ভোরে  তল্লাশি অভিযানের সময় লুকিয়ে থাকা ৩ জঙ্গিকে ঘিরে ফেলা  হয়েছিল।‘

কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘জঙ্গিরা আমাদের দলের ওপর গুলি চালিয়েছিল। ওই  জঙ্গিদের নিকেশ করা হয়েছে। মৃতদেহগুলির সনাক্তকরণ করা হচ্ছে। জঙ্গিদের পরিচয়  নিশ্চিত করা যায়নি।‘

কাশ্মীরে পুলিশ, সেনাবাহিনীর এবং সিআরপিএফ যৌথ অভিযান পরিচালনা  করছে।

সেনাবাহিনীর আরও এক স্পোকসম্যান জানিয়েছেন,’ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি একে ৪৭  এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।‘

গত এক মাসে শোপিয়ানে  ১৭ জন জঙ্গি খতম  হয়েছে।

About The Author