ফের চুরি ফুলবাড়িতে, এবার ওষুধের দোকানে

রাজগঞ্জ: ফের চুরির ঘটনা ঘটল রাজগঞ্জের ফুলবাড়িতে। ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের পুলিশ ব্যাটালিয়ন এলাকার এশিয়ান হাইওয়ে-২ সংলগ্ন একটি ওষুধের দোকানে শাটারের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ দোকান মালিকের। ওই ওষুধের দোকানে প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে বলে দোকানের মালিক সূত্রে খবর। দোকানের মালিক সুভাষ চন্দ্র পাল জানিয়েছেন, রোজকার মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সোমবার দোকান খুলতে এসে দেখতে পান, দোকানে ভেতরের কাচ ও তালা বাইরে ভেঙ্গে পড়ে রয়েছে। তখনই দোকানে চুরির ঘটনা টের পান। তিনি জানান, নগদ টাকা সহ ৫০ হাজার টাকার সামগ্রী খোয়া গিয়েছে। নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই দোকান মালিক।

About The Author