আরএনএফ স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শনিবার সন্ধ্যা ৭.২৯ এ ধোনি লেখেন, ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’
তাঁর অবসর নিয়ে নিয়ে দীর্ঘ দিন জল্পনা চলছিল। ধোনির আকস্মিক অবসরের খবরে হতবাক বিশ্ব জুড়ে কোটি কোটি ধোনি ভক্ত।
চলতি সপ্তাহে চেন্নাই সুপার কিংসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে চেন্নাই পৌঁছোতে দেখা গিয়েছে ধোনিকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু আইপিএল।
ক্রিকেট থেকে মাহির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। তবে বরাবরই নিজের অবসর নেওয়ার কথা এড়িয়ে যেতেন ক্যাপ্টেন কুল। একবার এক সাংবাদিক বৈঠকে অবসর নেওয়া নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হেসে উড়িয়ে দিয়ে ধোনি বলেছিলেন, ‘আপনি কি চান আমি অবসর নিই? আমায় দেখে কি আনফিট মনে হচ্ছে?’।
এদিন নিজের জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি। বিখ্যাত ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’ গানটির সঙ্গে নিজের ক্রিকেট জীবনের সেরা মুহূর্তের ছবি পোস্ট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।