মানসিক অবসাদের জেরে তিস্তার ক্যানালে ঝাঁপ দিলেন এক যুবক। সোমবার সন্ধায় ফুলবাড়ির কাছে লক্ষ্মীজোত এলাকায় তিস্তার সেচ নালায় ঝাঁপ দেন ওই ব্যক্তি। তাঁর খোঁজে জলে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা।
পরিবার সূত্রে খবর, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি এবং তাঁর মা বাড়ি থেকে বেরিয়ে পড়েন। দু’জনেই টোটোতে চেপে ফুলবাড়ির লক্ষ্মীজোত এলাকায় সেচ নালার পাড়ে এসে পৌঁছান। দুজনে কথা বলছিলেন। আচমকাই নিজের মায়ের সামনেই জলে ঝাঁপ দেন যুবক। মায়ের চিৎকারে আশেপাশের লোক ছুটে এলেও ততক্ষণে তিনি তলিয়ে যান।
সেই রাতেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালালেও তাঁর খোঁজ মেলেনি। মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা বোট নিয়ে তল্লাশি শুরু করেছেন। ওই যুবকের নাম অশোক পণ্ডিত (৩১)। তাঁর বাড়ি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে বুড়াবুড়ি মন্দির এলাকায়।