‘বেগম-খালেদা জিয়া’র পর এবার ‘লেডি হিটলার’! মমতাকে জোর কটাক্ষ শুভেন্দুর

ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বালুরঘাটের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি হিটলার’ তকমা দেন শুভেন্দু অধিকারী। আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনে ভোট হবে। তার আগে দলীয় প্রার্থীদের সমর্থনে এদিন বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ে সভার আয়োজন করা হয়।

এদিন, জনসভা শুরুর প্রায় তিন ঘণ্টা পর বালুরঘাট বিমানবন্দরে নামেন শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী পায়েল সরকারের হেলিকপ্টার। এরপর সেখান থেকে তাঁরা ওই সভায় আসেন। বক্তব্যে সংযত থাকলেও, আক্রমণে ঝাঁঝ বজায় রেখেছিলেন শুভেন্দু। মমতাকে তোপ দেগে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী নাকি উত্তরবঙ্গে প্রতি মাসে আসেন। উনি তো বেড়াতে আসেন। পাহাড়, জঙ্গলে ঘুরতে যান। ৩০টি প্রাসাদ বানিয়ে রেখেছেন লেডি হিটলার। উনি সেগুলির মালিক।‘

শুভেন্দু আরও বলেন, ‘মাননীয়ার বিরুদ্ধে আমি নন্দীগ্রামে লড়াই করেছিলাম। তিনি প্রচুর ভোটে হেরে গিয়েছেন। চতুর্থ দফার পর আমাদের আর ৫০টি আসন প্রয়োজন। এই জেলার ছ’টি আসনেই মোদিজিকে জেতাতে হবে।’ শুভেন্দু চ্যালেঞ্জের সুরে বলেন, ‘এ পর্যন্ত চার দফার ভোট হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইতিমধ্যেই ১৩৫টি আসনের মধ্যে ৯০টিরও বেশি আসনে জিতেছে বিজেপি।‘

About The Author