বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, অগ্নিমিত্রা সহ বিজেপির ৪ বিধায়ক

সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত আলোচনা, তর্কাতর্কি! বিধানসভা থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ পাশাপাশি, আরও তিন বিধায়ক বিশ্বনাথ কারক, অগ্নিমিত্রা পাল ও বঙ্কিম ঘোষকেও এদিন বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল৷

রাজ্যে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা বিধায়করা মুলতবি প্রস্তাব আনেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দিলে তুমুল হইচই শুরু হয়ে যায়। বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি।

সেই নিয়ে তর্কাতর্কির মধ্যেই শুভেন্দু সহ চার বিরোধী দলের বিধায়ককে সাসপেন্ড করা হয়। শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যে গনতন্ত্র নেই, তা আবারও প্রমাণিত হল।

About The Author