দিল্লির ‘হৃদয়বিদারক’ ঘটনা দেখিয়ে দিল কেন্দ্রের ‘অব্যবস্থা’! ক্ষোভ প্রকাশ মমতার

নয়াদিল্লি স্টেশনে পদ-দলনের ঘটনায় সমবেদনা জানানোর পাশাপাশি কেন্দ্রের প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, মৃতের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই ঘটনা হৃদয় বিদারক। তবে তা দেখিয়ে দিল, যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি। কুম্ভগামী পুণ্যার্থীদের সব সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল।’

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রেলে যাত্রী সুরক্ষা কোথায়? একের পর এক রেলে দুর্ঘটনা। সংরক্ষিত কামরায় বহিরাগতরা ঢুকে অরাজকতা করছে। এবারে আবার এই ধরণের চূড়ান্ত অব্যবস্থা সামনে এল। এই রেলমন্ত্রী শুধু প্রচার চালাতে ব্যস্ত! ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তাঁর নেই!

About The Author