‘সুশান্ত সিং রাজপুত শহীদ হয়েছেন’: অর্ণব গোস্বামী

নয়াদিল্লীঃ ‘সুশান্তের মৃত্যু হয়নি, বলি জগতের নিষ্ঠুরতা এবং স্বজনপোষণ মনোভাবের কাছে সে নিজেকে উৎসর্গ করেছে।’ এমনই মন্তব্য করলেন বিতর্কের কেন্দ্রে থাকা রিপাবলিক টিভির প্রমুখ অর্ণব গোস্বামী। রবিবার সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে হতচকিত গোটা দেশ। জানা গিয়েছে, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন সুশান্ত। ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহননের প্রমাণ মিলেছে। যদিও এ কথা মানতে নারাজ পরিবারের লোকজন। আজ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবারের লোকজন ইতিমধ্যেই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি পোস্ট করা হয় অ্যানি-র টুইটার হ্যানডেলে। সেখানেই এই মন্তব্য করেন অর্ণব গোস্বামী। রবিবার তাঁর ফ্ল্যাটে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর প্রকাশ হতেই উত্তেজনার ঢেও বয়ে যায় দেশজুড়ে। যদিও অনুরাগীরা মেনে নিতেই পারছে না তাঁর জীবন বিয়োগের ঘটনা। দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, ভক্ত ও অনুরাগীরা শোকবার্তায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

https://twitter.com/Official_Arnab_/status/1272384714855211008