স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। একথা জানালেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল।
আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। চলতি বছরে আইপিএল না হলে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আইপিএলের আয়োজন করতে মরিয়া বিসিসিআই। এই অবস্থায় বোর্ড তাকিয়ে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের দিকে। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ হওয়ার কথা এবছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। যা পিছিয়ে গেলে আইপিএল আয়োজন করা যাবে।
ব্রিজেশ পটেল বলেছেন, “হ্যাঁ, আমরা সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের কথা ভাবছি। সেই মতো পরিকল্পনা চলছে। তবে সব কিছুই নির্ভর করছে বিশ্বকাপের উপর। আইসিসি সিদ্ধান্ত নিলে আমরাও সেই মতো এগোব। সম্প্রচারকারী সংস্থা আইপিএল নিয়ে খুব ইতিবাচক। ক্রিকেটাররাও খেলতে চায়। আড়াই মাসের বেশি বাড়িতে বসে রয়েছে ওরা। এখন আইসিসির তরফে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি।”