টার্গেট লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকারে হুড়োহুড়ি! পদপিষ্ট অন্তত ১২

পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে সরকার’ শিবিরে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট অন্তত ১২ জন। হাওড়ার দাশনগরের বালটিকুরি এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য। ১ জনের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিদেরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সকাল সকাল এমন দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ক্যাম্পের কাজ বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ফের তা চালু করা হয় শিবির। এদিন সকাল ১০টা থেকে ‘দুয়ারে সরকার’ শিবিরের কাজ শুরু হয়। তবে এই শিবির থেকে পরিষেবা নেওয়ার জন্য ভোরবেলা থেকেই দীর্ঘ লাইন পড়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি এখন খানিকটা চেনা।

মূলত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতে ফর্ম ফিল আপের জন্যই এই শিবিরে ভিড় করছেন মহিলারা। সেভাবেই হাওড়ার দাশনগরের বালটিকুরির মুক্তারাম দে স্কুলে ক্যাম্প চালু হয়েছিল ১০ টা থেকে। কিন্তু তার আগেই ক্যাম্পের সামনে দীর্ঘ লাইন। তা সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল না বলে অভিযোগ গ্রাহকদের। এরপর স্কুলের গেট খুলতেই সকলেই হুড়মুড়িয়ে ঢুকতে যান। তাতেই হুড়োহুড়ি পড়ে যায় এবং পদপিষ্টের মতো ঘটনা ঘটে।