রাজগঞ্জ স্পোর্টস কমিটির পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। পাশাপাশি এলাকার কৃতি ফুটবলারদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
উচ্চমাধ্যমিকে রাজগঞ্জ ব্লকে সেরা দেবমাল্য মজুমদার এবং মাধ্যমিকের সেরাদের অন্যতম রিশভ অগরওয়াল সহ কৃতি ফুটবলার মনোজ, রাহুল, বিকাশ, সমীর প্রত্যেকের বাড়িতে গিয়ে সংবর্ধিত করেন কমিটির সদস্যেরা। তাদের উত্তরীয় পরিয়ে একটি স্মারক এবং একটি চারা গাছ তুলে দেওয়া হল। রবিবার ৬ জনকে সংবর্ধনা দেওয়া হল।
কমিটির পক্ষ থেকে সম্পাদক মাধব সাহা এবং সভাপতি শম্ভু সাহা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যাপারেও আগ্রহ বাড়ুক পড়ুয়াদের। পড়া বা খেলায় ভালো প্রদর্শন করে যারা এলাকার নাম রেখেছেন তাঁদের উৎসাহিত করতে কমিটির পক্ষ থেকে যত্সামান্য উদ্যোগ।