টানা দ্বিতীয় বার, ফাইনালে ২০৯ রানের বিশাল ব্যবধানে হার ভারতের। টেস্ট ক্রিকেটেও সেরা হতে পারল না ভারত। আইসিসি ট্রফির সঙ্গে ব্যবধান বাড়ল। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষ বার ভারত আইসিসি ট্রফি জিতেছিল। এর পর সেমিফাইনাল এবং ফাইনাল অবধি পৌঁছলেও প্রত্যাশা পূরণ হয়নি। উদ্বোধনী সংস্করণের পর টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত তিনটি সিরিজই জিতেছে ভারত। দ্বিপাক্ষিক সিরিজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যে এক নয়, ওভালে প্রতি মুহূর্তে প্রমাণ করল অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম দিন থেকেই ব্যাকফুটে। শেষ অবধি ২০৯ রানের বিশাল ব্যবধানে হার।