Rajganj: সাত সকালে জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ৩

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় আহত ৩। রবিবার সকালে সাড়ে ৬টা নাগাদ রাজগঞ্জের বলাইগছে ঘটনাটি ঘটে। আহতরা প্রত্যেকেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি। 

গাড়ির চালক সোনা বিশ্বাস জানান, গাড়িতে তাঁকে নিয়ে মোট ৪ জন ছিলেন। সকলেই দেশবন্ধু পাড়ার বাসিন্দা। জলপাইগুড়িতে এক আত্মীয় বাড়িতে অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে বলাইগছে অঘটন ঘটে। পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। গাড়িতে থাকা ৪ জনই কম বেশি আহত হয়েছেন। ৩ জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। চালক সোনা বিশ্বাস বর্তমানে সুস্থ রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ।