শ্বশুরবাড়িতে ঢুকতে না পেরে ৮ বছরের সন্তানকে নিয়ে ধর্নায় বসলেন মহিলা। সারাদিন বাড়ির গেটে ধর্নায় বসে থাকলেও তাকে ঘরে তুলে নেয়নি শ্বশুর-শাশুড়ি। এমনটাই অভিযোগ মহিলার। জলপাইগুড়ি রাজগঞ্জের পূর্ব ধনতলা এলাকার ঘটনা।
জানা গিয়েছে, মহিলার নাম বেবি মল্লিক(৩০)। ঘটনার পর থেকেই গাঁ ঢাকা দিয়েছেন স্বামী সন্দীপ মল্লিক। বিয়ের কয়েক মাস পরই শ্বশুর বাড়ির লোকজনেরা মহিলার উপর অত্যাচার শুরু করে। তবে তার স্বামী এই ঘটনা জেনেও কোনও প্রতিবাদ করতেন না বলে অভিযোগ। এই নিয়ে সালিশি সভা করে ঠিক করে দেওয়া হয় স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নিয়ে মহিলার স্বামী ভাড়া বাড়িতে আলাদা থাকবেন।
সিদ্ধান্ত মেনে নিয়ে ক’দিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেন মহিলার স্বামী। এদিকে ২২ দিন কেটে গেলেও স্বামীর তরফে কোনও খবর না পেয়ে শশুরবাড়ি ফির আসতে বাধ্য হন ওই মহিলা। ঘরে তুলে না নেওয়ায় বাধ্য হয়ে এদিন তার আট বছরের সন্তানকে সঙ্গে নিয়েই ধর্নায় বসতে হয় ওই মহিলাকে। ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।