মেয়াদোত্তীর্ণ করোনেশন ব্রিজ! বিপর্যয়ের গন্ধ পাচ্ছে ডুয়ার্স

ভোট যায়, ভোট আসে, বঞ্চনার শিকার হয় উত্তরবঙ্গ! এমনই অভিযোগ ওঠে বারংবার! সেবকের করোনেশন ব্রিজটিও যেন তারই সাক্ষ্য দেয়।

বিগত কয়েক দশক ধরে ঠায় দাড়িয়ে রয়েছে সেবকের করোনেশন ব্রিজ। এর মধ্যে বেশ কয়েকটি বড় বড় ভূমিকম্প দুর্ঘটনার সাক্ষী হয়েছে ব্রিজটি। ধারালো জলস্রোতে সেতুটির ভিত ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখযোগ্যভাবে। যেকোনও মুহূর্তে রয়েছে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা। এত বড় ক্ষতির আশঙ্কা থাকলেও কেন্দ্র-রাজ্য, কারুর পক্ষ থেকেই সেতুটি সংস্কারে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এর পাশাপাশি যাতায়াতের সুবিধার জন্য দ্বিতীয় সেবক ব্রিজের দাবি করেছেন স্থানীয় আন্দোলনকারীরা।

সেবক ব্রিজ নিয়ে আন্দোলনের হাল-হকিকত নিয়ে RNF-এর মুখোমুখি হয়েছিলেন ডুয়ার্স ফোরাম ফর সোশল রিফর্মসের সম্পাদক চন্দন রায়। কি জানিয়েছেন তিনি? দেখুন ভিডিও …