১২ ফেব্রুয়ারি থেকে চালু হতে পারে ক্লাস: শিক্ষামন্ত্রী

কলকাতা: অবশেষে স্কুল খোলার ব্যাপারে সবুজ সংকেত দিল রাজ্য সরকার। রাজ্যের স্কুলগুলি আগামী ১২ ফেব্রুয়ারি চালু হতে পারে। প্রাথমিকভাবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হতে পারে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ খোলা নিয়ে আগামীকাল, বুধবার বৈঠক হবে বলে জানা গিয়েছে। এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১২ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে ধাপে ধাপে রাজ্যের স্কুলগুলি খোলা হতে পারে। এনিয়ে ভাবনাচিন্তা চলছে। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের আপাতত স্কুল করার অনুমতি দেওয়া হবে। পড়ুয়াদের স্কুলে আসতে অভিভাবকদের অনুমতি লাগবে। একইসঙ্গে এদিন অত্যন্ত জোরের সঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, করোনা আবহে ‌স্বাস্থ্যবিধি নিয়ে কোনওরকম ঢিলেমি দেওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস চালু করতে হবে।’‌সূত্রের খবর, যেহেতু জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস আগে শুরু হবে। আর তার পর ধাপে ধাপে নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী স্পেশ্যাল ক্লাস করানো হবে বলে জানা গিয়েছে। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‌নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি। ১২ তারিখ থেকে চালু হতে পারে।’