প্রয়াত বলিউড কোরিওগ্রাফার সরোজ খান

মুম্বই: ফের নক্ষত্র পতন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিদায় নিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। বৃহস্পতিবার মাঝ রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রাত দু’টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

প্রায় দু’সপ্তাহ আগেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথমে তাকে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষার পাশাপাশি করোনা সংক্রান্ত পরীক্ষাও করা হয়। যদিও সেই রিপোর্ট পরে নেগেটিভ আসে। মূল সমস্যা হিসাবে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল তাঁর। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন পরই তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে অত্যন্ত সংকটজনক অবস্থায় এসে পড়ে। হৃদযন্ত্র বিকল হয়ে সরোজ খানের মৃত্যু হয়। সরোজ খানের মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তাঁর মেয়ে। এই দুঃসংবাদ প্রকাশ হতেই শোকাহত বলিউড। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই।