রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের পক্ষ থেকে বুধবার বেলাকোবার কেবলপাড়ার কনটেনমেন্ট এলাকা স্যানিটাইজ করা হল। প্রসঙ্গত, গতকাল রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কেবলপাড়ায় এক করোনা আক্রান্তের হদিস মিলেছে। খবর আসার পরই ওই এলাকা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বেলাকোবায় কনটেনমেন্ট জোন নিয়ে জলপাইগুড়ি জেলাপরিষদ সভাধিপতি উত্তরা বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, শিকারপুর অঞ্চলের উপপ্রধান অমলেন্দু ভোমিক প্রমুখদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন খগেশ্বর রায়। স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়েও আলোচনা হয়। এরপর এদিন বিকেলে বেলাকোবার কেবলপাড়া কনটেনমেন্ট জোন এলাকা স্যানিটাইজ করা হয়। করোনা আক্রান্তের খবর পেয়েই বুধবার এলাকায় ব্যারিকেড দেওয়ার পাশাপাশি জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিধায়ক। সেই মতো আজ এই এলাকায় শিকারপুর অঞ্চলের পক্ষ থেকে স্যানিটাইজার স্প্রে করা হল। উপস্থিত ছিলেন শিকারপুর অঞ্চলের উপপ্রধান অমলেন্দু ভৌমিক, স্থানীয় পঞ্চায়েত সঞ্জীব গোপ প্রমুখ।