বাড়ির পাশে পুকুর থেকে ব্যক্তির দেহ উদ্ধার!

Rajganj: বাড়ির পাশে পুকুর থেকে ব্যক্তির দেহ উদ্ধার! রাজ্যগঞ্জের মগরাডাঙ্গি কামিনী নগর এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম সুশান্ত মন্ডল (৪১)।
পরিবার সূত্রে জানা গেল, ওই ব্যক্তি রবিবার বিকেল থেকে বেপাত্তা ছিলেন। আজ সকালে সন্দেহ হওয়ায় বাড়ির পাশে পুকুরে খোঁজাখুঁজি করে। মেশিন দিয়ে জল সেচতেই ব্যক্তির মৃতদেহ দেখতে পান পরিবারের লোকেরা। খবর দেয়া হয় পুলিশে। রাজগঞ্জ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
(details awaited)

About The Author