নদীপথে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ, জল বেড়ে গিয়ে মৃত্যু হল একাধিক গরুর। রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের সাহু নদী থেকে ১৬টি গরুর দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে খুদিভিটায় সাহু ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এই ঘটনা প্রথম দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ।
এলাকাবাসীদের একাংশের অভিযোগ, বাংলাদেশে পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। আরও জানান, বেশ কয়েকদিন ধরেই নদী পথ দিয়ে ভোরবেলা ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের উদ্দেশ্যে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার সকালে জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই বিপত্তি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে ব্রিজের নিচে কতগুলি গরুর মৃতদেহ আটকে থাকতে দেখেন তারা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।