রাজগঞ্জ: ওভারটেক করতে গিয়ে রাস্তার কালভার্টে ধাক্কা যাত্রীবাহী বাসের। রাজগঞ্জ তালমায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি দিকে যাওয়ার সময় একটি কন্টেইনারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ বাদে এবং যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে ধাক্কা মারে। যদিও এই ঘটনায় কেউ গুরতর জখম হননি। কন্টেনারটি একটি নামেই বহুজাতিক কোম্পানির ঠান্ডা পানীয় নিয়ে যাচ্ছিল বলে খবর। বেসরকারি যাত্রীবাহী বাসটি রেষারেষি চেষ্টা করছিল বলে অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ দুর্ঘটনা গ্রস্ত বাড়িতে থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।