Viral: অবাক কাণ্ড! সাপ চিবিয়ে খাচ্ছে হরিণ, ঘাস ছেড়ে হঠাৎ সাপ কেন?

এমন দৃশ্য আগে কেউ কখনও দেখেছেন কিনা সন্দেহ। কেউ দেখবেন বলে কল্পনাও করেননি কোনওদিন। একটি সাপ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে তৃণভোজী হরিণ। ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানেই ধরা পড়েছে এমন অবাক করা ছবি। ঘাস ছেড়ে হঠাৎ সাপ খেতে গেল কেন হরিণটি? ভিডিও দেখে ঘাবড়ে গিয়েছেন সকলে। তবে এই ঘটনা কোথাকার তা এখনও জানা যায়নি। 

ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি হরিণ কিছু একটা খাচ্ছে। তখন আশেপাশে বেশ কয়েকজন পর্যটক ছিলেন। তাঁরা দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে থাকেন। কিন্তু কিছুক্ষণ পরে সকলে বুঝতে পারেন যে হরিণটি একটা সাপ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। জঙ্গলের মধ্যে হরিণের সাপ খাওয়ার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু হরিণের এমন আচরণের কারণ কী। সাপটি বিষাক্ত কি না? তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। সায়েন্স গার্ল নামে একটি ট্যুইটার চ্যানেল থেকে বলা হয়েছে, প্রকৃতপক্ষে হরিণ একটি তৃণভোজী প্রাণী। কিন্তু সেটির দেহে যখন ফসফরাস, ক্যালসিয়ামের মতো খনিজের অভাব ঘটে, তখন সম্ভবত এর ঘাটতি পূরণ করতে হরিণ মাংস খায়।