পথ দুর্ঘটনায় হাসপাতালে নিয়ে গেলেই ২৫,০০০ টাকা, চিকিৎসায় দেড় লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা

নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। হাসপাতালে পৌঁছে দিলেই ২৫,০০০ টাকা, চিকিৎসায় দেড় লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা!

পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্র বড় পদক্ষেপ নিল। নতুন প্রকল্প অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিলেই যিনি নিয়ে যাবেন তাঁকে দেওয়া হবে ২৫,০০০ টাকা পুরস্কার। পাশাপাশি আহত ব্যক্তির চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা দেওয়া হবে।

প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করতে চলেছেন বলে জানা গেছে। এর লক্ষ্য, দুর্ঘটনায় আহতদের ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়া। চিকিৎসকরা বলছেন, দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু হলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায়।

কেন্দ্রীয় সরকারের দাবি, এই উদ্যোগে সাধারণ মানুষও দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে উৎসাহিত হবেন। ফলে রাস্তায় দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা পেতে দেরি হবে না।

পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে প্রতি বছর প্রায় ১.৫ লক্ষ মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারান। নতুন প্রকল্প কার্যকর হলে এই সংখ্যা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

About The Author