একদিনেই ৪ হাজার ১৯৫ করোনা আক্রান্তের মৃত্যু হল ব্রাজিলে। দৈনিক মৃত্যুর সংখ্যার নিরিখে গোটা বিশ্বে রেকর্ড গড়ল ব্রাজিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত ১ কোটি ৩১ লক্ষ মানুষ করোনা-আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৭ হাজার। একদিনেই মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৫ জনের।
আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এপর্যন্ত এটিই গোটা বিশ্বে সবচেয়ে বেশি দৈনিক মৃত্যু। মোট প্রাণহানি ৩ লক্ষ ৩৭ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র হিসেবে, সাপ্তাহিক সংক্রমণে সবচেয়ে এগিয়ে ব্রাজিল, আমেরিকা, তুরস্ক, ফ্রান্স ও ভারত। টিকাকরণে এগিয়ে আমেরিকা ও ব্রিটেন।
এদিকে, ভারতে ১১ থেকে ১৪ এপ্রিল দেশে টিকা উৎসব উদযাপনের কথা ঘোষণা করেছেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, ১৯ এপ্রিল থেকে প্রাপ্তবয়স্ক হলেই টিকা মিলবে। ইউরোপের বহু দেশই নতুন করে লকডাউন জারি করেছে।