শুভেন্দু-রাজীবকে কালো পতাকা দেখাল তৃণমূল

কলকাতা: বারুইপুরে বিজেপির যোগদান অনুষ্ঠানে যাওয়ার পথে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাল তৃণমূল নেতৃত্ব। যদিয়ে এনিয়ে কোনও গোলমাল হয়নি। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে নির্বিঘ্নেই সভাস্থলে পৌঁছান রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। তাঁদের কনভয় যাওয়ার সময় তৃণমূলের কর্মী-সমর্থকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবেই কালো পতাকা দেখান বলে খবর। পরে বারুইপুরের সভায় গিয়েছিলেন মুকুল রায়ও। রাজীব বলেন, ‘হতাশা থেকেই আমাদের কালো পতাকা দেখাচ্ছে তৃণমূল। দলটা শেষ হয়ে গিয়েছে। তৃণমূল দেউলিয়া হয়ে গিয়েছে। কালো পতাকা দেখানোয় তারই পরিচয় মিলল।’ তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এর জবাবে বলেন, ‘এতদিন সরকারে থেকে যাঁরা দুধ-মধু খেয়ে দল ছেড়েছেন, তাঁদের প্রতি দলের নীচুতলার কর্মীদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আর তারা তো কোনও গোলমাল করেনি। শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বাসঘাতকদের সঙ্গে এমনই হয়।’ প্রসঙ্গত, বারুইপুরের সভার পরেই শুভেন্দু বিকালের উড়ানে দিল্লি রওনা হচ্ছেন। অমিত শাহের বাড়িতে বাংলার বিজেপি’র নেতাদের নিয়ে জরুরী বৈঠকের কথা রয়েছে।