জলপাইগুড়ি: ময়নাগুড়ির রাজারহাট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও মুদির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে ময়নাগুড়ি রাজারহাট এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও দোকানে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ব্যাংকের এক কর্মী ব্যাংকের ভেতরে এসে দেখেন ব্যাংকের দরজার তালা ভাঙ্গা, পাশাপাশি ঘরের একটি জানালাও ভাঙ্গা রয়েছে। সেই জানালা দিয়েই দুষ্কৃতীরা ঢুকেছে বলে অনুমান। এরপরই ওই কর্মী খবর দেয় ব্যাঙ্ক ম্যানেজারকে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছে, টাকা রাখার লকার খুলতে পারেনি তবে ব্যাংকের কাগজপত্র ওলট-পালট করেছে। ব্যাংক ছাড়াও পাশের একটি দোকানে চুরি হয়েছে বলে খবর। শ্যামল বর্মন নামে ওই দোকানমালিক বলেন, ৩০ থেকে ৩৫ হাজার টাকা চুরি করেছে দুষ্কৃতিরা। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা ভেঙ্গেছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই পরিস্থিতিতে রাজারহাটে পুলিশের নিরাপত্তার দাবি করেছে স্থানীয় ও ব্যবসায়ী মহল।