Rajganj: নির্দলে নাম লেখাতে দোষ নেই, মনোনয়ন দেখতে এসে বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত ভোটের মনোনয়নের পঞ্চম দিনের রাজগঞ্জ বিডিও অফিসে পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন রাজ্যের তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বিডিও অফিসে ঢোকার মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং ব্লকের দলীয় নেতা কর্মীরা।

পরিস্থিতি দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজগঞ্জে শাসকদলের জয় নিশ্চিত। দলীয় দায়িত্বে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণে বেরিয়েছেন। এলাকা থেকে বেশ কিছু নির্দল হিসেবে নমিনেশন জমা দিয়েছেন সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল একটি বড় দল। স্বাভাবিকভাবেই একটি এলাকা থেকে একাধিক দাবিদার থাকতেই পারে। আমি মনে করি, নির্দলে নাম লেখাতে দোষ নেই; তবে চূড়ান্ত সিদ্ধান্ত দল নেবে।

রাজীবের কথায়, যে কেউ নমিনেশন জমা দিতেই পারে তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হবে। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের মাঝেই তিনি জানান, বুধবার বিকেলে লাটাগুড়িতে একটি বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে।