লিফলেটে হুমকি উপেক্ষা করেই মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম প্রার্থী

রাজগঞ্জ: ‘তুমি সহজ সরল ছেলে, তুমি রাজনীতিতে কেন, দয়া করে সরে দাঁড়াও, তা নাহলে ফল ভালো হবে না’, সিপিএম প্রার্থীর স্বামীকে হুমকি দিয়ে লিফলেট। আর সেই হুমকিকে উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিলেন স্ত্রী। রাজগঞ্জের সন্ন্যাসীকাটার ঘটনা।

গতকাল রাতে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থীকে হুমকির সুরে লিফলেট ছড়ানো হয়। তৃণমূল কংগ্রেস ওই ঘটনা করেছে বলে সিপিএমের অভিযোগ। যদিও তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, আমার বিশ্বাস ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। এটা বিরোধীদের চক্রান্ত।

জানা গিয়েছে, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথের সিপিএম প্রার্থী ফিরোজা বেগমের স্বামী হালিমের নামে হুমকির সুরে প্রিন্টিং লিফলেট ছড়ানো হয়। তাতে হুমকির সুরে লেখা রয়েছে, হালিম বাবু তুমি সহজ সরল ছেলে, তুমি রাজনীতিতে কেন, দয়াকরে সরে দাঁড়াও। যদি ভোটে দাঁড়াও তাহলে ফল ভালো হবে না।

এব্যাপারে ফিরোজা বেগম বলেন, হুমকি দিয়ে পোস্টার পরেছে তাতে কি হয়েছে, ওরা ভয় পাচ্ছে তাই পোস্টার দিয়ে হুমকি দিচ্ছে। আমরা ভয় পাই না। শাসক দল হেরে যাওয়ার ভয়ে এই ভুমকি দিয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা সিপিএমের পঞ্চায়েত সদস্য সৈকত আলী বলেন, শাশক দল ভয় পেয়ে এই পোস্টার দিয়েছে