Rajganj: জলের প্ল্যান্টে বিস্ফোরণ, আগুনে ঝলসে আহত নিরাপত্তা কর্মী

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে ভোর রাতে বিস্ফোরণ এবং অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গুরুতর আহত এক ব্যক্তি। বুধবার ভোর ৩টা নাগাদ ফুলবাড়ি পিএইচি জলের প্ল্যান্টের একটি ঘরে বিস্ফোরণ ঘটে। কর্মরত শ্রমিকরা গিয়ে দেখতে পান সেখানে আগুন লেগেছে। একটি মোটর বাইক পুড়ে ছাই হয়ে গিয়েছে। এক নিরাপত্তারক্ষী সেই আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আজিজুর মহাম্মদ। তিনি বাদলাগছের বাসিন্দা। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্যক্তি। তবে কি কারণে এই বিস্ফোরণ হল তা নিয়ে তৈরি হয়েছে ধন্ধ। তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

About The Author