রাজগঞ্জ: কর্মী ও যোগদান সভায় রাজগঞ্জের ধর্ষণকাণ্ড নিয়ে ফের একবার শাসক দলকে কাঠগড়ায় তুলল বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মঙ্গলবার রাজগঞ্জের মান্তাদাডরিতে বিজেপির কর্মী ও যোগদান সভা অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি জেলার বিজেপি সহসভানেত্রী শিক্ষা চ্যাটার্জীর অভিযোগ, কোনও নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে নয়, সব সম্প্রদায়ের ওপরই নির্যাতন চালানো হচ্ছে। রাজ্যে অরাজকতা বেড়েই চলেছে। রাজগঞ্জকে ধর্ষণ মুক্ত করতে হবে, এই দাবি নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী হাত ধরে ৩০০টি পরিবার বিজেপিতে যোগ দিল এদিন। সঙ্গে ছিলেন মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা। বাপি গোস্বামী বলেন, শাসক দলের কাটমানি, সিন্ডিকেট রাজ, অন্যায় অত্যাচারে তটস্থ হয়ে তৃণমূল ছেড়ে তাঁরা বিজেপিতে যোগ দিলেন। উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, জেলা সহ-সভাপতি দিলীপ চৌধুরী, এসসি মোর্চার সভাপতি হারাধন সরকার, সহ সভানেত্রী শিখা চ্যাটার্জী, রাজগঞ্জ উত্তর মন্ডলের সভাপতি অনিল বর্মন, রাজগঞ্জ দক্ষিন মন্ডলের সভাপতি বিধান ঝাঁ সহ অন্যান্যরা।