শিলিগুড়ি: শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্ব দখল করেছিল এই যুবক খেলোয়ার। তবে কাজ না মেলায় অবসাদে ভুগছিলেন বেশকিছুদিন ধরেই। যার জেরে আত্মঘাতী হল আন্তর্জাতিক খেলোয়াড় পরিমল সিংহ। শিলিগুড়ি বাগডোগরা অন্তর্গত গোসাইপুর এলাকার চন্ডালজোত গ্রামের বাসিন্দা মূক ও বধির যুবক পরিমল সিংহ। গত জুন মাসে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে খেলে সোনা পেয়েছিল পরিমল। এছাড়াও দেশ ও বিদেশের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রচুর মেডেল অধিকার করেছে পরিমল। গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে অনূর্ধ্ব ৫০ বিভাগে খেলে পরিমল স্বর্ণপদক জয় করেছিল। পরিমল কানেও শুনতে পেত না এবং কথাও বলতে পারত না। তার ওপর সংসারে আর্থিক অভাব। কাজও মিলছিলনা, যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অবসাদের জেরেই আত্মহননের পথ বেছে নেয় সে। তাঁর ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই অনাকাঙ্ক্ষিত খবর প্রকাশ পেতেই উদ্বেগ ও শোকের ছায়া খেলোয়ার মহলে।