রাজগঞ্জ: এক মাস বন্ধ থাকবে রাজগঞ্জ হাট, এই নিয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। রাজগঞ্জ হাট সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার ও রবিবার। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে হাটবারের দিনগুলিতে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতি ও স্থানীয় জনপ্রতিনিধিদের তরফে। সেই মোতাবেক রাজগঞ্জ স্বাস্থ্য সচেতন যৌথ মঞ্চের পক্ষ থেকে গতকাল মাইকিং করা হয়। কিন্তু তার পরও রবিবার বেশকিছু দোকানদার হাটের মধ্যে পসরা সাজিয়ে বসায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার সন্ধ্যায় রাজগঞ্জের বিডিও, জলপাইগুড়ির সদর সিআই দীপোজ্জ্বল ভৌমিক ও রাজগঞ্জ থানার ওসি কেশাং লামা বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে রাজগঞ্জ বাজারে অভিযান চালান। প্রশাসনের এই রুদ্রমূর্তি দেখে দোকান বন্ধ করে পালাতে থাকেন দোকানদাররা।