আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: আমফান তাণ্ডবে ছত্রভঙ্গ বাংলার একাংশ। এখনো বহু মানুষের নেই মাথার ওপর ছাদ। একটা বিরাট অংশে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি বিদুৎ, জল ও টেলি যোগাযোগ পরিষেবা। এরই মধ্যে ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫টি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে দিল্লির মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মৌসুমী বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে।