নিজেদের পকেট খরচ বাচিয়ে জনকল্যাণ মূলক কাজে পথে নেমে পড়েছেন রাজগঞ্জের চার বন্ধু। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষগুলির পাশে দাঁড়াচ্ছেন তাঁরা। এই করোনা পরিস্থিতিতে নিজেদের সাধ্যমত সাহায্য করার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন। রাজগঞ্জের শোলমারি গ্রামের বাসিন্দা দিলদার মোহাম্মদ এবং তাঁর বন্ধু বিকাশ পাল, রামু রায়, পিকু রায় এই উদ্যোগ নিয়েছেন।
সোমবার রাজগঞ্জের সুখানি অঞ্চলের গীতালপাড়া এবং চাওয়াইডাঙ্গি বুথে্র কয়েকটি পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হল তাদের তরফে। চার বন্ধু নিজেদের পকেট খরচ বাঁচিয়ে এই উদ্যোগ নিয়েছেন। মানুষের সাহায্য করতে পারাই এই কাজের সার্থকতা বলে মনে করেন প্রত্যেকেই। এছাড়াও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে চলেছেন তাঁরা। এদিন রাজগঞ্জের ভদ্রেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে আকাশমনি, ইউক্যালিপ্টাস ইত্যাদি গাছের চারা লাগিয়েছেন। আগামিতেও সাধ্যমত কাজ করে যাবেন বলে জানালেন দিলদার এবং তাঁর বন্ধুরা।