বিজেপি বুথ সভাপতির বিরুদ্ধে পুরসভার জায়গা দখল করে বাড়ি করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট এলাকার তৃনমূলের বুথ কমিটির সদস্যরা ওই বিজেপি নেতার বিরুদ্ধে পুরসভা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এমনকি পুরসভা থেকেও নোটিশ জারি করে সরকারি জায়গা দখল মুক্ত করার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও জবরদস্তি করে পুরসভার জায়গা দখল করে বাড়ি তৈরি করছে বিজেপির ওই নেতা বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এখন পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ আইন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
মঙ্গলবার নতুন করে পুরসভা কর্তৃপক্ষ ওই বিজেপি নেতার বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছেন। সেখান দ্রুত যেটুকু পুরসভার অংশ দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছে, তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কোন কিছু নিয়ম এবং নির্দেশ মানছে না পুরাতন মালদা পুরসভার ৯৩ নম্বর বুথ কমিটির ওই বিজেপি সভাপতি। এই নিয়ে এলাকার মানুষদের মধ্যেও ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে। যদিও এ প্রসঙ্গে ওই বিজেপি নেতার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা যায়নি।