নয়াদিল্লি: করোনা আক্রান্ত হয়ে মৃৃত্যু হল প্রখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরির। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। করোনা সংক্রামিত হওয়ার পর ৭০ বছর বয়সী রাহাত ইন্দৌরি গভীর রাতে শ্রী অরবিন্দ হাসপাতালে ভর্তি হন। তিনি মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
https://www.facebook.com/RNFNewsOfficial/videos/609470543095575/
জানা গিয়েছে, তাঁর ফুসফুসের ৬০ শতাংশ নিউমোনিয়ায় সংক্রমিত হয়েছিল। কিন্তু উনি করোনা ভাইরাসেও আক্রান্ত ছিলেন। টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ইন্দোরি। ওনার করোনার চিকিৎসা চলছিল। তবে মঙ্গলবার পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
ওনার ‘বুলাতি হ্যা, মগর জানে কা নহি’ শায়েরি দেশের অগণিত ভক্তের মন কেড়েছিল। তবে উনি এর থেকেও অনেক ভালো শায়েরি লিখেছেন, যেগুলো ওনার ভক্তরা অক্ষরে অক্ষরে মনে রেখেছে। শুভানুধ্যায়ীদের কাছে তাঁর সুস্থতা কামনার জন্য আবেদনও করেন। নিউমোনিয়া এমন জায়গায় চলে গিয়েছিল যে আর বাঁচানো গেল না তাঁকে। রাহাতসাহেব বেশ কয়েকটি হিট ছবির গান লিখেছিলেন তিনি।